নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ শিক্ষার্থীদের লেখা-পাড়ার মান্নোয়নে বোর্ড কর্তুক পরিচালিত মাদরাসা সমূহের সারাদেশে একই তারিখ তথা ১০ ডিসেম্বর 2022 ইং তারিখ হতে 14 ডিসেম্বর 2022 ইং তারিখে এক ও অভিন্ন প্রশ্নপত্রে 2022 ইং শিক্ষা বর্ষে প্লে, নার্সারী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বোর্ডের সার্বিক তত্তাবধানে স্ব-স্ব প্রথিষ্ঠানে সর্বমোট 2715828 জন এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীসহ সর্ব মোট 3230381 জন শিক্ষার্থী স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে আশানুরুপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।